About SWILS

SWILS
Store, Warehouse, Inventory, Logistics & SCM


 ***SWILS-এর ব্লগসাইটে আপনাকে স্বাগতম***

SWILS- সুইলস একটি অমুনাফাভোগী সংস্থা,যা স্বাধীন বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি কর্মীর ব্যক্তিক ও পেশাগত আত্মউন্নয়নের জন্যে কাজ করছে। 

SWILS-এর যাত্রা শুরু :

আমরা জানি, বহুজাতিক কোম্পানির জগতে Store, Warehouse, Supply chain একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে Garments, Textiles ক্ষেত্রে।

তা শর্তেও এই স্টোর বিভাগে কর্মরত ব্যক্তিরা নানাভাবে এখনও অবহেলিত ও বৈষম্যের শিকার। এর অন্যতম কারণ হচ্ছে সঠিক দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধতার অভাব। যার ফলশ্রুতিতে, মো: ফেরদৌস রহমান 60-65 টি কোম্পানির Store, Warehouse, Inventory, Logistics & Supply Chain এ কর্মরত ব্যক্তিবর্গদের নিয়ে ২০ নভেম্বর, ২০২০ সালে ঢাকার উত্তরা আজিমপুরে অবস্থিত ”সি শেল” রেস্তোরা ও পার্টি সেন্টারে একটি কনভেনশনের ব্যবস্থা করেন।





এই অনুষ্ঠান থেকেই Store, Warehouse, Inventory, Logistics & Supply Chain (SWILS) নামকরণের মাধ্যমে সংস্থাটির যাত্রা শুরু হয়।


 
Md. Ferdous Rahman
মো: ফেরদৌস রহমান

এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: ফেরদৌস রহমান।  এবং তিনি  এই সংস্থাটির মূল ধারনা প্রদানকারী ও প্রতিষ্ঠাতা।



Mission of SWILS: সুইলসের মূল উদ্দেশ্য হচ্ছে, "স্টোর,ওয়্যারহাউস, ইনভেন্টরি,লজিস্টিকস এবং সাপ্লাই চেইন"  ইত্যাদি ক্ষেত্রে যারা কর্মরত রয়েছে তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি, কর্মীর ক্যারিয়ারে উন্নতি স্বাধনের মাধ্যমে যেন প্রতিযোগীতামূলক চাকরির বাজারে সবাই দক্ষতার সাথে নিজের অবস্থানকে ঠিক রেখে অগ্রসর হতে পারে তার সঠিক দিকনির্দেশনা প্রদান করা।

এছাড়াও অপ্রতিকূল কাজের পরিবেশ, স্বজনপ্রীতি ও অদক্ষতার কারণে চাকরীচ্যুত বেকার ভাইদের স্বীয় যোগ্যতার নিরিখে "সুইলসের পরিচিতি ও নানা তথ্য সহায়তায় সেইসব বেকার ভাইদের কর্মের ব্যবস্থা করা সুইলসের অন্যতম প্রধান উদ্দ্যেশ্য।

Vision of SWILS: সুইলস তার উদ্দেশ্যে অর্জনের পাশাপাশি বেশ কিছু সুপরিকল্পিত  লক্ষ্য নিয়েও কাজ করছে; কাজে অদক্ষ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষতার উন্নয়ন, কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর লক্ষ্যে কর্মীর চাহিদা অনুযায়ী মোটিভেশনের ব্যবস্থা করা, স্বজনপ্রীতি পরিহার ও প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টি এবং "স্টোর,ওয়্যারহাউস, ইনভেন্টরি,লজিস্টিকস এবং সাপ্লাই চেইন" ইত্যাদি বিভাগের সাথে মালিক/পরিচালনা পর্ষদের সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা ইত্যাদি। 

সুইলসের অন্যতম লক্ষ্যগুলোর মধ্যে প্রধান লক্ষ্য হলো, ভবিষ্যতে সুইলস বাংলাদেশে নিজেদের এমন একটি প্লাটফর্ম তৈরি করবে যেখানে সবধরণের পোশাক আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মীদের সিভি জমা থাকবে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং প্রতিষ্ঠান/মালিক পক্ষের প্রয়োজন মাফিক যোগ্য ব্যক্তিদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশে বেকারত্ব ও বৈষম্ম্য দূর করা হবে।


>>>>>>>>>>>>>>>>

SWILS-এর উপদেষ্টা মন্ডলীর তালিকা : আমাদের সংস্থার সম্মানিত ব্যক্তিবৃন্দ। যারা আমাদের ক্যারিয়ার build up করতে সঠিক দিকনির্দেশনা প্রদান করবেন। 

 









SWILS | Store, Warehouse, Inventory, Logistics & Supply Chain Management









1 Comments