SWILS- Meet-up & Grand Iftar-2025








স্টোর, ওয়ারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন মেনেজমেন্ট- সুইলস


https://www.facebook.com/share/v/1E7aCDruEG


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রপ্তানি খাত এগিয়ে নিতে ও দক্ষ জনবল তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে 'সুইলস'। শুক্রবার (১৪ই মার্চ) রাজধানীর উত্তরার একটি রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনটির নেতারা একথা বলেন। স্টোর, ওয়ারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত সুইলস নেতারা জানান, দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি আনতে আগামীতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইলসের উপদেষ্টা পরিষদের সদস্য উপদেষ্টা যারা যারা ছিলেন : রাযিব মহাজন, জসিম উদ্দিন, এম এ সালাম সোহাগ, এবি সিদ্দিক মামুন, সাইফুল ইসলাম, আরিফ শতদল চয়ন, বেল্লাল হোসেন, শিশির দাস, তোফাজ্জল হোসেন, বাপ্পি ইসলাম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। 



এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন সবাই। বিশ্ব মন্দা পরিস্থিতির মধ্যেও দেশের রপ্তানীখাত এগিয়ে নিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন সুইলস নেতৃবৃন্দ।





0 Comments