The purpose of training is to increase knowledge and skills




প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান এবং দক্ষতাকে বৃদ্ধি করা। 


আলহামদুলিল্লাহ। গত ১৮ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার রাতে SWILS এবং SWPC এর যৌথ উদ্যোগে একটি সুন্দর ও গোছালো অনলাইন কর্পোরেট ট্রেইনিংয়ের আয়োজন করা হয়েছিল।


এই  অনলাইন কর্পোরেট ট্রেইনিংটি অত্যন্ত সুন্দর এবং সফলতার সাথে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল "How to perform in Store Profession"। ট্রেইনিং টির মেন্টর/ট্রেইনার হিসেবে ছিলেন আমাদের SWILS এর  উপদেষ্টা এবং SWPC এর প্রতিষ্ঠাতা জনাব জসিম উদ্দিন স্যার। জনাব জসিম উদ্দিন স্যার একজন  জনপ্রিয় কর্পোরেট ট্রেইনার। এ পর্যন্ত তিনি অনলাইনে অফলাইনে বহু ট্রেইনিং করিয়েছেন। 


অনলাইনে ট্রেইনিংটি জুম অ্যাপ এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে সঞ্চালক হিসেবে ছিলেন SWILS এর প্রতিষ্ঠাতা এডমিন জনাব ফেরদৌস রহমান স্যার। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে নির্ধারিত বিষয়ের ওপর অত্যন্ত সুন্দর এবং  সৃজনশীলতার সাথে ট্রেইনিং করিয়েছেন শ্রদ্ধেয় জসিম উদ্দিন স্যার।


#ট্রেনিং এর মাধ্যমে স্যার যে বিষয়গুলো বুঝিয়েছিলেন তা হচ্ছে যে- 


  • একজন স্টোর কর্মীকে কিভাবে পারফর্ম করতে হবে।
  • অফিস পলিটিক্স কিভাবে মোকাবেলা করতে হবে।
  • নিজের যোগ্যতা এবং দক্ষতাকে কিভাবে কাজে লাগাবে।
  • কিভাবে একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে তৈরি করা যাবে।
  • একজন যোগ্য পারফর্মার হওয়া যাবে কোন পদ্ধতিতে। 


এছাড়াও একজন কর্মীর ‌কর্পোরেট লাইফস্টাইল কিরকম হবে, অফিসে কেমন পরিবেশে থাকবে বা নিজের দৃষ্টিভঙ্গি কোথায় কেমন হবে এবং কিভাবে প্রায়োরিটি ভিত্তিতে কাজ করবে ইত্যাদি  এসব বিষয়ে অ্যাডভান্স লেভেলের গুরুত্বপূর্ণ  কিছু টিপস উপহার দেন স্যার।


প্রশিক্ষণ দেওয়ার সময় স্যার তার অভিজ্ঞতা ব্যাখ্যা করার পাশাপাশি যাবতীয় অনেক কৌশল বলে দেন যা কাজ করার সময় আমাদের অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দিতে পারে‌। 


নিজের বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা এবং উপমা দিয়ে অসাধারণ ভাবে বিষয়গুলো বুঝিয়েছিলেন জনাব জসিম উদ্দিন স্যার।


ট্রেইনিং হচ্ছে এমন একটি পরিকল্পিত কার্যক্রম যেখানে একদল মানুষকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির কাজের উপর জ্ঞান ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটে। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে একটি নির্দিষ্ট কাজের উপর যোগ্যতা অর্জন ও দক্ষ হওয়া যায়। 


এর পূর্বেও SWILS এর উদ্যোগে অনেকগুলো অনলাইন ট্রেইনিং সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বেশ কয়েকটি অনলাইন কর্পোরেট ট্রেইনিং এর আয়োজন করেছে SWILS। দেশের টপক্লাস কর্পোরেট লিডারদের দ্বারা ধারাবাহিকভাবে অনলাইন ট্রেইনিং গুলো অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

0 Comments