SWILS -এর কার্যক্রম ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে




Store, Warehouse, Inventory, Logistics & Supply Chain-এর সর্ব বৃহৎ প্লাটফর্ম SWILS  -এর কার্যক্রম ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, ব্যাপকভাবে বিস্তর হচ্ছে সুইলস এর প্ল্যাটফর্ম। SWILS হতে চায় বাংলাদেশের শিল্প বিপ্লবের স্বপ্ন সারথি।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রফেশনাল ক্যারিয়ার কনভেনশন ও সেমিনারে যুক্ত থেকেছে  SWILS। 

সবশেষ অনুষ্ঠিত হওয়া "RMG Professional FnF Get-together. 2022"-এ স্পনসর পার্টনার হিসেবে যুক্ত ছিল সুইলস। এত এত লগোর মাঝে জায়গা করে নিয়েছিল আমাদের প্রাণের সংগঠন সুইলস এর লোগোটিও, যা কিনা আমাদের জন্য  অত্যান্ত  ভালো লাগার একটি বিষয়।  

বিশেষ  করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাই "RMG Professional FNF" এর আহবায়ক   Md Sojibul Islam  স্যারের প্রতি। যার অসামান্য অবদান ও নিঃস্বার্থ পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছে "RMG PROFESSIONAL FNF"। 

SWILS-এর প্রতি তার ভালোবাসা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আশা করি স্যারকে সর্বদা আমরা পাশে পাবো। 

"RMG Professional FnF Get-together. 2022"-এ  অতিথি হিসেবে ছিলেন দেশের জনপ্রিয় কিছু প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিরা। 

উক্ত অনুষ্ঠানটিতে Chief Advisor হিসবে উপস্থিত ছিলেন  SWILS এর সিনিয়র উপদেষ্টা মাননীয় শহিদুল ইসলাম পলাশ স্যার। SWILS এর প্রতি স্যারের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসা SWILS কে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। স্যারের নির্দেশনা ও উপদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক অনেক উপকারী হবে ইনশাআল্লাহ।

আমাদের সুইলস এর পক্ষ থেকে এডমিন প্যানেলের তরুণদের আইডল জনাব Md Ferdous Rahman  স্যার সহ আরো উপস্থিত ছিলেন জনাব Shishir Das  স্যার ও Md Tafazzal Hossain  স্যার। 

SWILS-মূলত একটি অমুনাফাভোগী সংস্থা, যা বাংলাদেশের মানুষের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি কর্মীর ব্যক্তিগত ও পেশাগত আত্মউন্নয়নের জন্যে কাজ করছে। SWILS  এর কয়েকটি মিশন এন্ড ভিশন এর মধ্যে অন্যতম হচ্ছে- শিক্ষিত বেকারদের চাকরি ব্যবস্থা করা, ট্রেইনিং এর মাধ্যমে দক্ষ করে তোলা, চাকরি হারানোদেরকে চাকরির ব্যবস্থা করা ইত্যাদি। 

দেশের বিভিন্ন কনভেনশন ও সেমিনারে সুইলস এর ধারাবাহিক এই অংশগ্রহণে দেশের  RMG সেক্টরকে এগিয়ে নেওয়া এবং ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট নিয়ে SWILS-এর যে ভিশন এবং মিশন রয়েছে তা পূরণে আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

কৃতজ্ঞতা, দোয়া ও  অফুরন্ত ভালোবাসা তাদের প্রতি,  যাদের  মেধা, নিঃস্বার্থ শ্রম ও  অর্থ  ব্যয় করে দিনের পর দিন কষ্ট করে এরকম একটি অর্গানাইজেশন দাঁড় করাচ্ছেন। দেশ ও জাতির প্রতি তাদের এই নিঃস্বার্থ অবদান কখনো ভুলবার মত নয়। 

0 Comments