RMG Professional FnF Get-together-2022

 


আসসালামু আলাইকুম,

প্রায় ৪০০ এর অধিক অংশগ্রহণকারী নিয়ে শুরু হতে যাচ্ছে‌  "RMG Professional FnF Get-together. 2022"


আগামী ৪-ই ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে "RMG Professional FNF- Get Together 2022" অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন SWILS (Store, Warehouse, Inventory, Logistics & Supply Chain-এর সর্ব বৃহৎ প্লাটফর্ম)।

SWILS এর জন্য এটি অবশ্যই অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। 


এছাড়াও উক্ত অনুষ্ঠানটিতে Chief Advisor হিসবে থাকছেন  SWILS এর সিনিয়র উপদেষ্টা মাননীয় শহিদুল ইসলাম পলাশ স্যার ও SWILS এর এডমিন  প্রানপ্রিয় মাননীয় ফেরদৌস রহমান স্যার থাকছেন G2G কমিটি এর সিনিয়র মেম্বার হিসেবে। আরো  কয়েকজন সম্মানিত সারগন সহ আরো অন্যান্য মেম্বারগন উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।


আরএমজি প্রফেশনালদের এ মিলনমেলায় SWILS এর যুক্ত থাকাটা দারুন মাইলফলক  হয়ে থাকবে আশা করি। দেশের আরএমজি সেক্টর এর বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেশনালরা থাকছেন এখানে। সকলের সাথে একটা সম্পর্ক তৈরি হওয়া সহ একটি ভালো সেতুবন্ধন তৈরি হবে যা দেশের আরএমজি সেক্টর কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


দেশের  RMG সেক্টরকে এগিয়ে নেওয়া এবং ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট নিয়ে SWILS-এর যে ভিশন এবং মিশন রয়েছে তা পূরণে আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।


সর্বোপরি  যারা এই  সুন্দর আয়োজন করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে  দোয়া ও ভালোবাসা রইলো। 


#staywith_SWILS

#RMGprofessionalFNF

0 Comments