আসসালামু আলাইকুম,
"আলহামদুলিল্লাহ" আমাদের SWILS এর গ্রুপ থেকে আমাদেরই SWILS- এর সম্মানিত প্রতিষ্ঠাতা এডমিন মোহাম্মদ ফেরদৌস রহমান স্যার প্রায় এক বছর পূর্বে Textile Engineer's Society এ স্পিকার হিসেবে "Leadership" টপিকস নিয়ে অনলাইনে সেমিনার করেন। সেই অনলাইন সেমিনারে আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়ে প্রোগ্রামটিকে সফলতামন্ডিত করেছিলাম।
আর তাঁর সেই পূর্বের সেমিনারের সফলতার ধারাবাহিকতায় আবারও Textile Engineer's Society এর পক্ষ থেকে "Initially How to Proceed in the Workplace as a New Employee" (নতুন কর্মী হিসেবে নতুন কর্মস্থলে কিভাবে সামনে অগ্রসর হলে ভালো হতে পারে) টপিকস নিয়ে ২৬/০৩/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার রাত ৮:৩০ মিনিটে বক্তব্য রাখার জন্য পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত করেন। তাই আমরা SWILS এর সকল সদস্যবৃন্দ ফেরদৌস স্যারকে SWILS Group- এর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে স্যারের জন্য দোআ করি যেন পূর্বের মত সফলতার সহিত উনি প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন ও আমরা SWILS এর সকল সদস্য উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে যেন প্রোগ্রামটিকে আরো সাফল্য শোভিত করতে পারি। ইনশাআল্লাহ.....!
1 Comments
It’s our Proud moment to see you again. It will be continue.
ReplyDelete