free Training

আসসালামু আলাইকুম, 

আমরা যারা নতুন কর্মস্থলে যোগদান করে থাকি, তারা প্রাথমিক ভাবে কাজ করতে গিয়ে প্রত্যেক পদে পদে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। সিনিয়র অথবা জুনিয়র বেশিরভাগ সহকর্মীরাই সহযোগিতা তো দূরে থাক সাইডই দিতে চান না। আপনি নতুন কিছু ডেভেলপমেন্ট করতে চাইলে সেটাকে এস্টাবলিশ তো দূরের কথা আরও কিভাবে মাটি চাপা দেয়া যায় সেই কাজ করার চেষ্টা করে। হয়তো আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সকলকে নিয়ে একটি সফলতা অর্জন করে নিয়ে আসলেন, সেটার ক্রেডিট আপনাকে না দেয়ার চেষ্টা করে থাকে, আর যদি কোনো রকম ফেল করতে পারেন, তাহলে সেটা সারা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছেপে দেয়ার ব্যবস্থা করে থাকে। এতে করে আল্টিমেটলি সেই প্রতিষ্ঠানের ক্ষতি সাধন হয়, এবং অনেক অভিজ্ঞতা থাকলেও সেই ব্যাক্তি সেখান থেকে বাদের খাতায় নাম লেখায়। এধরণের ব্যক্তিগত কোন্দলের কারণে বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান আজ ধংসের পথে। এবং যারা এধরণের নেগেটিভ মানসিকতার হয়ে থাকে, অনেক প্রতিষ্ঠানিই এখন তাদেরকে ছাটাই করা শুরু করে দিয়েছেন। 


এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত ভাবে SWILS এর মেম্বারদের উদ্দেশ্যে অতি শীঘ্রই আমাদের মাঝে হাজির হতে যাচ্ছেন - মাননিয় নাজমুজ্জান হাই স্যার(General Manager, Logistics and supply chain operations, Manuchar Bangladesh Pvt. Ltd



SCM Professional & Trainer.

CILT Bangladesh, ABP, Bangladesh Skill Bank, as a Trainer.

Consultant of GLG and Risalat International LLC.

Adjunct Faculty Dhofar University, Qatar ; East Delta University, Ctg. ; Sonargaon University, Dhaka)


যিনি একই সাথে বাংলাদেশের একজন স্বনামধন্য ট্রেইনার হিসেবে কাজ করে আসছেন। 


SWILS এর পক্ষ থেকে স্যারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। 


সময় এবং তারিখ অতি শীঘ্রই জানিয়ে দেয়া হবে।

0 Comments