1st Store, Warehouse, Inventory, Logistics & SCM Convention-2020


 ‍SWILS 1st Convention Photo-2020

 SWILS - প্রথম কনভেনশন :

ঢাকা উত্তরা আজিমপুরে শী শেল রেস্তুরায় 20 নভেম্বর-2020ইং তারিখে অনুষ্ঠিত SWILS (Store, Warehouse, Inventory, Logistics & SCM) এর প্রথম কনভেনশন সফলভাবে উদযাপিত হয়।

আমরা জানি, বহুজাতিক কোম্পানির জগতে Store, Warehouse, Inventory, Logistics & Supply chain একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে Garment, Textiles ক্ষেত্রে।

তা শর্তেও এই স্টোর জগতটাতে কর্মরত ব্যক্তিরা নানাভাবে  এখনও অবহেলিত। এর অন্যতম কারণ হচ্ছে  সঠিক দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধতার অভাব। আর তার ধারাবাহিকতায় মো: ফেরদৌস রহমান ৪০/৪৫ টি কোম্পানির Store, Warehouse, Inventory, Logistics & Supply Chain এ কর্মরত ব্যক্তিবর্গদের নিয়ে একটি কনভেনশনের ব্যবস্থা করেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: ফেরদৌস রহমান।

 

1 Comments