আসসালামু আলাইকুম,
আমাদের এই সেক্টরে যারা কম্পিউটারে কম পারদর্শী, তাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে, আমরা এই প্রথম বারের মতো সম্পুর্ন বিনা মূল্যে কম্পিউটারের (Microsoft Excel) বিভিন্ন বিষয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে যাচ্ছি।
এবার আমাদের ট্রেইনার হিসেবে থাকছেন- আমাদের এই সেক্টরের প্রিয় মুখ "সাইফুল ইসলাম" স্যার (SWILS, Admin), হেড অব স্টোর, টিম গ্রুপ। উনি এর আগে স্বনামধন্য M&J এবং Laila গ্রুপের স্টোর ডিপার্টমেন্টে সততার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। ধন্যবাদ স্যার আপনাকে এই মহৎ উদ্দোগে আমাদের সাথে থাকার জন্য। যারা আগ্রহী আছেন, তাদেরকে অনুরোধ করছি সঠিক সময়ে ফেসবুক এবং জুম মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ
Topic: Basic Excel Training
Time: Dec 4, 2020 09:00 PM Astana, Dhaka
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/8979478140?pwd=cUUxK0Q5THloQ0FoRnNsWllMSUNLUT09
Meeting ID: 897 947 8140
Password code: Store
"SWILS"
(Store, Warehouse, Inventory, Logistics & SCM)
0 Comments