চাকরিপ্রার্থীদের মাঝে কোন কোন গুণ ও দক্ষতাগুলো খোঁজেন নিয়োগকারীরা ?
সাধারনত বিশ্লেষণধর্মীতা, সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা, আত্মবিশ্বাসী, ইতিবাচক মনোভাব, দলগত কাজের দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এই দক্ষতা এবং গুনাবলিই খোঁজেন নিয়োগকারীরা । দক্ষতা দুই ধরণের- বাহ্যিক ও অভ্যন্তরীণ। যা সহজেই পরিমাণ নির্ণয় করা যায় তাই বাহ্যিক। যেমন- টাইপিং স্পিড, সার্টিফিকেট, কম্পিউটার প্রোগ্রামিং, ভিন্ন ভাষায় সাবলীলতা ইত্যাদি।
আর ধৈর্য্য, সময় জ্ঞান, বিভিন্ন লোকজনের সাথে মেশার ইত্যাদি হলো অভ্যন্তরীণ দক্ষতা । আর একজন প্রার্থীর মধ্যে এই দুইটির সহাবস্থান এর পর্যায় কতটুকু নিয়োগকারীরা আসলে তাই খুজেন।
0 Comments