বাংলাদেশ সাপ্লাই চেইন কনফারেন্স ২০২৫-এ SWILS-এর অংশগ্রহণ



বাংলাদেশ সাপ্লাই চেইন কনফারেন্স ২০২৫-এ SWILS-এর অংশগ্রহণ

আয়োজনে: মাইন্ড ম্যাপার ও দ্য ডেইলি স্টার

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫:

দেশের সাপ্লাই চেইন পেশাজীবীদের সবচেয়ে বড় আয়োজন “Bangladesh Supply Chain Conference 2025” রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে Mind Mapper ও The Daily Star, যেখানে দেশি ও বিদেশি সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং শিল্পনেতারা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে Supply Chain Warehouse Inventory & Logistics Society (SWILS)–এর পক্ষ থেকে সাপ্লাই চেইন খাতে অসামান্য অবদানের জন্য Mind Mapper–কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


ক্রেস্টটি গ্রহণ করেন –

জনাব এজাজুর রহমান

রিজিওনাল সিইও – ISCEA Asia

ম্যানেজিং ডিরেক্টর – Mind Mapper


SWILS-এর পক্ষ থেকে ক্রেস্টটি প্রদান করেন –

🔹 মোঃ নজরুল ইসলাম, Adviser, SWILS

🔹 মোঃ সারওয়ার কামাল, Admin, SWILS

🔹 মোঃ ফেরদৌস রহমান, Admin, SWILS


সম্মেলনে সাপ্লাই চেইন খাতের বর্তমান চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান ও ভবিষ্যৎ কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

0 Comments