আসসালামু আলাইকুম,
"আসুন দেশীয় পণ্য কিনি
দেশের টাকা দেশেই রাখি
দেশকে সমৃদ্ধ করি।"
আমাদের Md. Hamidur Rahman ভাই
@~Md. Hamidur Rahman Sumon
Manager-Store
Pakiza Group
Admin-SWILS
আমাদের প্রতিষ্ঠানে এসেছিলেন, আমরা হামিদ ভাইকে আমাদের PRAN-RFL গ্রুপের নিজস্ব ফ্যাশন-Winner(Winner Fashions is a sister concern of PRAN-RFL Group.) থেকে একটি পোলো শার্ট -
লিংকে ঘুরে আসুন - https://winnerbd.com/men-en-2/polo-shirt/
এবং আমাদের নিজস্ব জুতার ব্রান্ড Walkar(Walkar is the footwear brand of RFL Group) থেকে এক জোড়া জুতা উপহার হিসেবে দিয়েছি।
লিংকে ঘুরে আসুন - https://walkarfootwear.com/
হামিদ ভাই খুবই খুশি হয়ে আমাদের কাছে ছবি পাঠিয়েছেন।
বাংলাদেশের মধ্যে ভালো মানের নিত্য প্রয়োজনিয় ভালো কোয়ালিটির পন্য যা আপনি পেয়ে যাবেন PRAN-RFL গ্রুপের কাছে।
"Othoba.com" যে প্লাটফর্মে একই সাথে আপনি সবই পেয়ে যাবেন, লিংকে ঘুরে আসেন - https://www.othoba.com/
অর্থনৈতিক মেরুদণ্ডকে আরো শক্তিশালী করার জন্য দেশের উৎপাদিত পণ্যের বাজারজাতকে অগ্রাধিকার দিতে হবে।
আমাদের দেশপ্রেমের অনেক অনেক ঘাটতি রয়েছে। আমরা যদি একটা দেশীয় পণ্য কিনি তাহলে টাকাটা কোথায় যাবে? বাংলাদেশের মালিক পাবে, শ্রমিক পাবে। সেইসঙ্গে সমৃদ্ধি হবে ব্যাকওয়ার্ড লিংকেজের ব্যবসা। আর যদি বিদেশি পণ্য কিনি—জামা, জুতা, কসমেটিকস্ যাই কিনি, টাকা কোথায় যাবে? এটা কি কেউ ভাবেন? আমাদের দেশের প্রবাসী শ্রমিকরা মাথায় ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠান, সে বৈদেশিক রেমিটেন্স দিয়ে আমরা বিদেশি পণ্য কিনছি। আমরা যেসব দেশের পণ্য কিনছি, সমৃদ্ধ হচ্ছে সে সব দেশ। সেসব দেশের মালিক ও শ্রমিকরা। আমরা দেশের জন্য অনেক বড় বড় কথা বলি, কিন্তু বাজারে গিয়ে যদি বিদেশি পণ্য কিনি তাহলে দেশ কিভাবে সমৃদ্ধ হবে?
বিদেশি পণ্য কেনা দেশের জন্য ক্ষতিকর ব্যাপার। যদি মেরুদণ্ড ভাঙা থাকে তাহলে সোজা হয়ে দাঁড়ানো যায় না। আর দাঁড়ানো না গেলে হুইল চেয়ারে করে অন্যের সাহায্য নিয়ে চলতে হবে।
অর্থনীতি হচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড।
সাথে ছিলেন-
জনাব নবির সাহেব, মেনেজার, স্টোর এবং ওয়ারহাউজ, PRAN-RFL গ্রুপ
জনাব ইকরাম, মেনেজার, স্টোর এবং ওয়ারহাউজ, PRAN-RFL গ্রুপ @+880 1628-419098
0 Comments