"আলহামদুলিল্লাহ"
আগামী ১৫ তারিখ শুক্রবার আমাদের ইফতার মাহফিলের স্থান ঠিক করা হয়েছে 90s_Dhaka Restaurant.
ঠিকানা- উত্তরা, হাউজ বিল্ডিং সংলগ্ন, বাংলাদেশ মেডিকেলের পাশে।
90s_Dhaka Restaurant
📍Location :
60, Sonargaon Janapath, (2nd Floor), Sector # 09, Uttara, Dhaka 1230.
(Beside Artisan Building)
🚩 Google Map Link : https://maps.app.goo.gl/raUJ4aXLDksokLL27
📞 Contact: 01567881609
কেমন হয় যদি আরেক বার ফিরে যাই সেই ৯০ এর দশকে? সেই ভিডিও গেইম, লাটিম আর সাত চাড়া খেলার দিনগুলো মনে পরে?
বায়োস্কোপ এ চোখ রেখে স্বপ্নের দুনিয়ায় ঘুরে আসার নাম ই যেন ছিলো শৈশব। 🥰
পড়ার বই এর ফাকে লুকিয়ে ৩ গোয়েন্দা, ফেলুদা আর হিমু মিসির আলির বই পড়াও তো ছিলো সেই দিনের ই কথা!
বাকের ভাই আর আলিফ লায়লার সাথে বিটিভির সেই দিন গুলো হয়তো আর ফিরে আসবে না। তবুও একটু স্মৃতির জানালা থেকে ঘুরে আসতে একবার চলে আসুন#90s_Dhaka Restaurant এ, অবশ্যই সাথে থাকছে আমাদের ফ্রেশ এবং মজাদার খাবার🍴😋
পরিবার, পরিজন নিয়ে ভালো সময় কাটানোর অন্যতম জায়গা এই 90's Dhaka❤️
অত্যন্ত আনন্দের সাথে জানাতে যাচ্ছি যে, আগামী ১৫/০৪/২০২২ ইং রোজ শুক্রবার সুইলসের সহযোগিতায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। পুণরায় সাপ্লাই চেইন সেক্টরের লিডারদের সাথে দেখা হওয়া এবং একই সাথে ইফতার করার এক সুবর্ণ সুযোগ।
আমাদের সাথে থাকছেন সুইলসের মাননিয় উপদেষ্টা মহাদয়গণ। সকলকে অতি শীঘ্রই রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
স্থান - উত্তরা
রেষ্টুরেন্ট- 90s_Dhaka Restaurant
রেজিষ্ট্রেশন খরচ- ৫০০ টাকা
সময়- বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত
যোগাযোগ-
শিশির দাস-
+880 1816-696920
মোহাম্মদ তোফাজ্জল হোসাইন-
+880 1739-298029
মোহাম্মদ ফেরদৌস রহমান-
01790444266
রেজিষ্ট্রেশন বিকাশ+রকেট নাম্বার - 01916435774
0 Comments