আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই পরিবারের সকলকে নিয়ে মহান "আল্লাহর" অশেষ রহমতে ভালো আছেন।
দীর্ঘদিন যাবত একটি বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিলো, সুইলস শুধু RMG সেক্টর নিয়ে এতো বড় একটা প্লাটফর্ম, বাংলাদেশে Pharmaceuticals এবং FMCG একটি বিশাল অংগ রাজ করছে, সেখানকার সিনিয়রদের কিভাবে আনা যায় এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবত আমি কাজ করছি।
আজকে FMCG সেক্টরের একজন সিনিয়র ওস্তাদ আমাদের পরিবারর যুক্ত হতে যাচ্ছেন।
ওনাকে আমাদের এখানে আনা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিলো, দীর্ঘদিন যাবত স্যারের পিছনে আমি লেগেই ছিলাম, আজকে মহান "আল্লাহ" সেই আশা পূরণ করেছেন।
আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি - স্যারের যে বিরূপ ধারণা ছিলো এই সেক্টরের প্রতি, তাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমরা দেখিয়ে দিতে চাই, RMG সেক্টরের সকলে কতো বন্ধুসুলভ।
বিঃদ্রঃ আমাদের মূল উদ্দেশ্য - সারা বাংলাদেশের সকল সাপ্লাই চেইন সেক্টর নিয়ে সুইলস কাজ করবে, একজন লোক সে শুধু গার্মেন্টস বা টেক্সটাইল স্টোরে কাজ করবেনা, তাদেরকে আমরা Pharmaceuticals, Feed, FMCG ইত্যাদি সহ স সেক্টরের অভিজ্ঞতা সম্পন্ন করে গড়ে তুলবো, তাতে করে প্রত্যেকটি ব্যাক্তি Multi talent হয়ে নিজেকে ফুটিয়ে তুলবে, এবং তার জন্য চাকরির বাজার অনেক সহজ হয়ে যাবে।
সেজন্য আমাদের এধরণের সিনিয়র স্যারদের সহযোগিতা ছাড়া সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়, তাই স্যারকে স্বাগতম জানিয়ে আমরা আমাদের বন্ধু বানিয়ে নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য সকলের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
..............................
"আলহামদুলিল্লাহ"
অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে- আমাদের পরিবারের যুক্ত হয়েছেন সাপ্লাই চেইন জগতের FMCG সেক্টরের লিজেন্ড শ্রদ্ধেয় জনাব তৌকির আহমেদ স্যার। এরই সাথে শুভকামনা জানাচ্ছি স্যারের নতুন কর্মস্থল Transcom Beverage Limited-এ সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে জেনারেল মেনেজার হিসেবে যোগদান করার জন্য।
মাননিয় লিডারের সংক্ষিপ্ত পরিচয় নিন্মরুপ---
Mr. Touqueer Ahmed Khan
General Manager, Supply Chain.
Transcom Beverage Limited,
He carries great interest in travelling & cricket.
Let us welcome him and wish him a successful career at TBL)
সুইলস পরিবারের ছাতা হিসেবে আমরা আরেকজন অভিভাবক পেলাম, মহান "আল্লাহর" দরবারে হাজারো শুকরিয়া। মহান "আল্লাহর" কাছে স্যার এবং স্যারের পরিবারের সকলের সুস্থতা কামনা করছি, পাশাপাশি স্যারের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই কামনা করছি।
লেখক : মোঃ ফেরদৌস রহমান
সম্মানিত এডমিন, SWILS
0 Comments