আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গাজীপুর‌ কোনাবাড়ি আমবাগ জামে মসজিদে  দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে আজ সোমবার মাগরিবের পূর্বে এ কর্মসূচির আয়োজন করে SWILS (Store, Warehouse, Inventory, Logistics & Supply Chain-এর সর্ব বৃহৎ প্লাটফর্ম)। । 

১৯৫২ সালের এ দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।


মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।


আর সেই শহীদদের স্মরণে আজ SWILS এর পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SWILS এর এডমিন, মডারেটর এবং সদস্যরা। 


ভাষা শহীদদের উজ্জীবিত মন এবং তাদের চিন্তা চেতনা ও দেশের প্রতি যে ভালোবাসা তা থেকে অনুপ্রাণিত হয়ে যেন আমরা  এগিয়ে যেতে পারি। 

আমরা সবাই শহীদদের আত্নার মাগফেরাত কামনা করি।  আল্লাহ তা'আলা তাদেরকে জান্নাতের নাজ- নেয়ামত দিয়ে ভরপুর করে দিক।

অসংখ্য ধন্যবাদ জানাই জনাব ফেরদৌস রহমান স্যারকে এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য। 

একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর যে গৌরবোজ্জ্বল অধ্যায় তা পৃথিবীর বুকে অনন্য। কারণ বিশ্বে এযাবতকালে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে।

0 Comments