সম্মানিত সুধী আসসালামু আলাইকুম,
আগামী ১৬ই ডিসেম্বর ২০২১ SWILS গ্রুপের পক্ষ থেকে এক আনন্দঘন পরিবেশে পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।
স্থান: প্রিয়াংকা শুটিং কমপ্লেক্স
আশুলিয়া, মিরপুর, ঢাকা।
সময়- সকাল ৮টা থেকে বিকেল ৪টা।
>> যদি অংশগ্রহন করতে ইচ্ছুক থাকেন, তাহলে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণ নিশ্চিত করুন <<
রেজিষ্ট্রেশন ফি: জনপ্রতি ১৮০০/- টাকা (খরচ সহ পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে)
আপনি যেকোনো জায়গা থেকে অংশগ্রহণ করতে পারবেন।
আয়োজনে যা যা থাকবে:-
১. সকালের নাস্তা, সাথে চা এবং কফি তো থাকছেই।
২. Polo শার্ট ( কালো/সাদা)
৩. পরিচয় পর্ব, মতবিনিময়, অভিজ্ঞতা শেয়ার, জুনিয়ররা সিনিয়রদের কাছ থেকে কিছু শেখার জন্য জানতে চাওয়া ও আলোচনা সভা।
৪. মিউজিক
৫. দুপুরের খাবার, সাথে ড্রিংকস, চা এবং কফি তো থাকছেই।
৬.খেলাধুলা/প্রতিযোগিতা ।
৭.বিকালের নাস্তা, সাথে চা এবং কফি তো থাকছেই।
৮. আকর্ষনীয় গিফট (খেলাধুলা এবং অন্যান্য প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে জয়ী ২০ জনের জন্য)।
৯. উপদেষ্টা মহোদয়গণদের সম্মাননা প্রদান পর্ব।
১০. সার্টিফিকেট প্রদান।
১১. গ্রুপ ফটো সেশন।
রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য:-
বিকাশ- ০১৯১৬ ৪৩ ৫৭ ৭৪ পার্সোনাল
রকেট- ০১৯১৬ ৪৩ ৫৭ ৭৪ পার্সোনাল
নগদ- ০১৭৯০ ৪৪ ৪২ ৬৬ পার্সোনাল
রেজিষ্ট্রেশন ও অন্যান্য আপডেটের জন্য নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন---
+৮৮০১৭৪৫০৫৫১৩৪, +৮৮০১৭০৪০০৫০৯০
>>> রেজিষ্ট্রেশন শেষ তারিখ- ২২/১১/২০২১ ইং পর্যন্ত <<<
দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণ নিশ্চিত করুন।
রেজিষ্ট্রেশনের পূর্বে যে কোন ব্রাউজারে ( যেমন-Google Chrome ) এ আপনার Gmail ID- দিয়ে লগইন করুন। তারপর নিচের রেজিষ্ট্রেশন লিংকে ক্লিক করুন। কেননা জিমেইলে লগইন না করলে ফর্মটি পূরণ করা যাবে না। তাই দয়া করে ফর্মটি পূরণ করার পূর্বে অবশ্যই জিমেইলে লগইন করুন >>
Google Form >> https://forms.gle/1PeGSs7zXa2UrzWe8
SWILS
Store, Warehouse, Inventory, Logistics & SCM
ধন্যবাদ
0 Comments