Hon'ble Md. Nafidul Islam Sir has been added as the new advisor of SWILS

আসসালামু আলাইকুম,

"ঈদ মোবারক"
আশা করছি সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছেন, হেফাজতে আছেন।


আমরা কিছুদিন আগে মাননিয় নাফিদুল স্যারের সাথে পরিচয় হয়েছিলাম।
অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে - আমাদের SWILS পরিবারের সম্মানিত উপদেষ্টা হিসেবে স্যার যোগদান করেছেন। তিনি বর্তমানে বৃহত্তর চট্রগ্রামের Four H Group এর ডাইং, প্রিন্টিং এর স্টোর প্রধান হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
স্যারের ২১ বছরের অভিজ্ঞতায় এর আগে তিনি বাংলাদেশের RMG সেক্টরের Shamsul Al-Amin Fabrics Ltd এবং Clifton Group এর স্টোরের দায়িত্ব পালন করেছিলেন। তিনি সাপ্লাই চেইনের ওপরে ২০১৮ সালে সুদূর জাপান থেকে সফল ভাবে ট্রেনিং সম্পন্ন করেছেন ("Training Title- The Logistics Management Training Program for South Asia", "Topic- Logistics Management, Cost Management, Supply Chain & Carbon Reduction", "Institute- AOTS", "Country- Japan", "Location- TKC, Tokyo, Japan")।






স্যারকে নিয়ে বললে, সেটা হয়তো কম বলা হবে, স্যার একজন ক্যামিকেল স্টোর স্পেশালিস্ট বলা চলে।
স্যার কিছুদিন আগে আমাকে তার বাসায় দাওয়াত দিয়েছিলেন, সেখানে গিয়ে স্যারের ক্যারিয়ারের সফলতার কাহিনি সম্মন্ধে জানার সৌভাগ্য হয়েছিলো এবং তিনি আমাদের SWILS এর ভবিষ্যৎ শুভকামনার সহিত অনেক পরামর্শ দিয়েছেন। স্যারের এই পর্যন্ত আসার সফলতার পিছনে তার পরিবারের অনেক বড় সাপোর্ট তিনি পেয়েছেন। স্যার তার অবসর সময়ে বই পড়তে পছন্দ করেন।


আমরা স্যারকে অনুরোধ জানিয়েছি আমাদেরকে তার সফলতার কাহিনি, ক্যামিকেল স্টোর এবং ক্যামিকেল সাপ্লাই চেইন সম্মন্ধে কিছুটা ধারণা দেয়ার জন্য। স্যার অনেক ব্যস্ত মানুষ, তারপরেও তার মূল্যবান সময় থেকে অতি শীঘ্রই তিনি আমাদেরকে সময় দেয়ার জন্য রাজি হয়েছেন। অতি শীঘ্রই ট্রেনিংয়ের সময় সম্মন্ধে SWILS এর পেজে জানিয়ে দেয়া হবে।
আমরা কাজের ব্যাস্ততায় কিছু শিখার তো দূরের কথা, পরিবার পরিজনকেই সময় দেয়া দুষ্কর হয়ে যায়।
সেখানে আমরা চাইলেই এই লকডাউনকে কাজে লাগিয়ে, এই সময়টাকে আরও মূল্যবান করে তুলতে পারি।
আমরা ধন্যবাদের পাশাপাশি স্যারের সুস্থতা এবং সফলতা কামনা করছি।
পরিশেষেঃ সকলে সাবধানতার সাথে চলাফেরা করবেন, অবশ্যই বাহিরে যাওয়ার সময় মাস্ক পরবেন, চেষ্টা করবেন বাহিরে গেলে পকেট হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য, বাহির থেকে এসে প্রথমে ২০ সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করবেন, সকলে সকলের সুস্থতার জন্য সালাত আদায়ের মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। ধন্যবাদ

0 Comments