Hon'ble Jashim Uddin Sir has been added as the new advisor of SWILS

 


আসসালামু আলাইকুম, 

অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে - আমাদের SWILS পরিবারের সম্মানিত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন মাননিয় জসিম উদ্দিন স্যার(ডিজিএম, মেটেরিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্ট, সাদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড)

১৯৯৯ সালে তিনি তার ক্যারিয়ার শুরু করেন, এই দীর্ঘ ২২ বছরে তিনি নোমান গ্রুপের বিভিন্ন ইউনিটে সততার সাথে দায়িত্ব পালন করে এসেছেন, মাঝখানের একটি সংক্ষিপ্ত সময় তিনি একটি আর এম জি ফ্যাক্টরিতে ছিলেন। 

Md. Joshim Uddin
Deputy General Manager
Material Control Division
(ERP Coordinator)
Saad Group of Industries Limited


তিনি স্টোর কিপার পদে কাজ শুরু করে আজকে ডিজিএম হিসেবে কর্মরত আছেন, আমরা অতি শীঘ্রই একটি অনলাইন সেমিনারের মাধ্যমে তার ক্যারিয়ারের সফলতার চাবিকাঠি সম্মন্ধে জানবো।


আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ায়,

     SWILS পরিবারের সকলের পক্ষ থেকে স্যারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।





1 Comments