আসসালামু আলাইকুম,
আমরা যারা নতুন কর্মস্থলে যোগদান করে থাকি, তাদের প্রাথমিক ভাবে কাজ করতে গিয়ে প্রত্যেক পদে পদে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। সিনিয়র অথবা জুনিয়র বেশিরভাগ সহকর্মীরাই সহযোগিতা তো দূরে থাক সাইডই দিতে চান না। আপনি নতুন কিছু ডেভেলপমেন্ট করতে চাইলে সেটাকে এস্টাবলিশ তো দূরের কথা আরও কিভাবে মাটি চাপা দেয়া যায় সেই কাজ করার চেষ্টা করে। হয়তো আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সকলকে নিয়ে একটি সফলতা অর্জন করে নিয়ে আসলেন, সেটার ক্রেডিট আপনাকে না দেয়ার চেষ্টা করে থাকে, আর যদি কোনো রকম ফেল করতে পারেন, তাহলে সেটা সারা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছেপে দেয়ার ব্যবস্থা করে থাকে। এতে করে আল্টিমেটলি সেই প্রতিষ্ঠানের ক্ষতি সাধন হয়, এবং অনেক অভিজ্ঞতা থাকলেও সেই ব্যাক্তি সেখান থেকে বাদের খাতায় নাম লেখায়। এধরণের আমলাতান্ত্রিকদের কোন্দলের কারণে বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান আজ ধংসের পথে। এবং যারা এধরণের নেগেটিভ মানসিকতার হয়ে থাকে, অনেক প্রতিষ্ঠানিই এখন তাদেরকে ছাটাই করা শুরু করে দিয়েছেন।
এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত ভাবে SWILS এর মেম্বারদের উদ্দেশ্যে অতি শীঘ্রই আমাদের মাঝে হাজির হতে যাচ্ছেন - মাননিয় নাজমুজ্জান হাই স্যার(General Manager, Logistics and supply chain operations, Manuchar Bangladesh Pvt. Ltd
SCM Professional & Trainer.
CILT Bangladesh, ABP, Bangladesh Skill Bank, as a Trainer.
Consultant of GLG and Risalat International LLC.
Adjunct Faculty Dhofar University, Qatar ; East Delta University, Ctg. ; Sonargaon University, Dhaka)
যিনি একই সাথে বাংলাদেশের একজন স্বনামধন্য ট্রেইনার হিসেবে কাজ করে আসছেন।
SWILS এর পক্ষ থেকে স্যারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
তারিখঃ ০৪/০৬/২০১১
সময়ঃ ০৮:০০pm
Zoom ID:
Md Ferdous Rahman is inviting you to a scheduled Zoom meeting.
Topic: How to survive in the workplace as a newcomer.
Time: Jun 4, 2021 10:00 PM
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/5466679561?pwd=N3NiK0pMOTF0bXpGMkM5T1UzRTdDZz09
Meeting ID: 546 667 9561
Passcode: SWILS
সকলকে সঠিক সময়ে অংশগ্রহণ করে আমাদের অনুষ্টানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবেন আশা করি।
সঠিক ভাবে মাস্ক পড়ুন, কিছুক্ষন পর পর সাবান দিয়ে ভালো করে হাত ধৌত করুন, সুস্থ থাকুন। "ফিআমানিল্লাহ"
1 Comments
Proud to be a part of swils...
ReplyDeleteIt's a important source of gaining and sharing knowledge.we can build up our carrier for such kinds of institutions which have a experience and expert advisor panel.they are very helpful ,more assertive and open minded.may Allah bless all of us.