আসসালামু আলাইকুম,
সকলকেই SWILS (Store, Warehouse, Inventory, Logistics & SCM) Blog Site এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা।
আমরা আজ থেকে আমাদের সংস্থাটির একটি ব্লগসাইট শুরু করেছি। এর সাইটির মাধ্যমেই আমরা আমাদের সকল কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আর তার জন্য আপনাদের একান্ত প্রার্থনা কামনা করছি। যেন আমরা এই সংস্থাটির মাধ্যমে আপনাদের প্রত্যাশিত সেবা প্রদান করতে পারি।
আমরা জানি, বহুজাতিক কোম্পানির জগতে স্টোর একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই স্টোরে কর্মরত ব্যক্তিগণ তাদের জায়গা থেকে অন্য সেকশন বা ডির্পামেন্ট থেকে পিছিয়ে ও অবহেলিত। তার অন্যতম কারণ হচ্ছে স্টোর জগতে কর্মরত ব্যক্তিদের মাঝে সঠিক দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধতার অভাব রয়েছে তাই এই সংস্থাটির মাধ্যমে আমরা এই জগতটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।
0 Comments